টানেল
টানেল হচ্ছে ইংরেজী শব্দ যার বাংলা অর্থ "সুড়ঙ্গ"। মূলত আন্ডারগ্রাউন্ড রাস্তাকেই টানেল বলে। সাধারণত পানির নিচ দিয়ে বা পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ করে যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়। সুড়ঙ্গ পথ তৈরিতে লোহা বা ইস্পাত জাতীয় কঠিন পদার্থ ব্যবহার করা হয় । টানেল দিয়ে ট্রেন, বাস , ট্রাক চলাচল করতে পারে
এবং
যানবাহন
ছাড়াও ফুটপাত, পানি, তেল গ্যাস, বিদুৎ লাইন ইত্যাদি চলাচলের ব্যবষ্থা রাখা হয়।
ইঞ্জিনিয়ারিং-ল্যাবের আয়োজনে আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় কিছু
টানেল
সম্পর্কে।
আপনি যদি ই-ল্যাবে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবক্রাইব করুন, এবং বেল আইকনে ক্লিক করুন। আর আগে থেকে সাবসক্রাইব করে থাকলে আপনাকে অসংখ ধন্যবাদ।



